বিএসইসির সহকারী পরিচালক পদে ৫৭ জন চূড়ান্ত
সহকারী পরিচালক (সাধারণ) পদে ৫৭ জন প্রার্থীকে নিয়োগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত ২৩ আগস্ট সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। লিখিত ও মৌখিক পরীক্ষা যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থী নির্বাচন করে এ চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বিএসইসি।
এর আগে চলতি বছরের গত ১৫ মার্চ সহকারী পরিচালক পদে (সাধারণ) ৫৭ জন নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এ পদে আবেদনের জন্য সময় ছিল ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা যোগ্য প্রার্থীদের নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হয়। পরবর্তীতে সহকারী পরিচালক পদে ৫৭ জন প্রার্থীকে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে বিএসইসি।
সহকারী পরিচালক (সাধারণ) পদে চূড়ান্ত নিয়োগ পাওয়া প্রার্থীরা হলেন- শরিফুল ইসলাম, রানা দাস, লামিয়া আক্তার, মো. শাহরিয়ার সাগর, মো. শাকিল আহমেদ, মো. আতিকুল্লাহ খান, সৌরভ মল্লিক, মো. মাশুকর রহমান, মরজিনা জাহান, মো. জনি হোসেন, মো. ফয়সাল ইসলাম, মো. নুসরাত জাহান মিম, মোহাম্মদ নুরুজ্জামান, মো. মতিউর রহমান, মো. কামাল হোসেন, মোহাম্মদ সাদিকুর রহমান ভুঁইয়া, তন্ময় কুমার ঘোষ, মাহমুদুর রহমান, মো. সাগর ইসলাম, মো. মারুফ হোসেন, মো. রাব্বি শেখ, মো. মোসাব্বির আল আশিক, মইন উদ্দিন, মো. আমিরুল ইসলাম, মো. মেহেদি হাসান রনি, অনুপ দত্ত, মো. রায়হান কবির, অমিত কুমার সাহা, মো. আনোয়ারুল আজিম, মিথুন চন্দ্র নাথ, বিভাশ ঘোষ, মো. আরিফুল ইসলাম, মোহাম্মদ মিনহাজ বিন ইসলাম, ফারহানা ওয়ালিজা, মো. আতিকুর রহমান, মো. তারিকুল ইসলাম, নুসরাত নওশিন, মো. আশরাফুর হাসান, মো. মেহেদি হাসান, মাকসুদা মিলা, ফারজানা ইয়াসমিন, মো. হাসান, মিজানুর রহমান, মো. নিজাম উদ্দিন, মো. মাহমুদুল হাসান, মোসা. শাকিলা সুলতানা, আলী-আহসান, মেহরান আলী, দিপঙ্কর মন্ডল, মো. মেহেদি হাসান, আসমাউল হুসনা, বিনয় দাস, আকরাম সিরাজ, মো. আরিফুল ইসলাম, মো. আব্দুল আওয়াল, অমিত অধিকারী এবং মো. আব্দুল বাতেন।
বিএসইসির সহকারী পরিচালক পদে চূড়ান্ত নিয়োগ তালিকা দেখা যাবে এই লিংকে (https://sec.gov.bd/latest_news/AD_Final_Result_23.08.2021.pdf)
/এনটি/এসবি