Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৯ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২৫ ১৪২৮ ||  ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

সাত কার্যদিবস পর সূচকের বড় উত্থান

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ২১ অক্টোবর ২০২১  
সাত কার্যদিবস পর সূচকের বড় উত্থান


জ্যেষ্ঠ প্রতিবেদক
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ অক্টোবর) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। ধরাবাহিকভাবে সাত কার্যদিবস পর উভয় শেয়ারবাজারে সূচক উত্থানে ফিরেছে।

এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ৫৫.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৭৬.২৩ পয়েন্টে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসই-৩০ সূচক ৪৩.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৯৯.৩৩ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসইএস সূচক ১৩.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫১৮.১৬ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.২৫ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

দিন শেষে ডিএসইতে ৩৭৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। ডিএসইতে এদিন ১ হাজার ২৯৭ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪১৭ কোটি টাকা কম।

এদিন অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১০৪.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪৩২.৩১ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

আর সার্বিক সিএএসপিআই সূচক ১৬৯.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৯১.০১ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এছাড়া, সিএসআই সূচক ৬.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩০১.১০ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিন সিএসইতে ২৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। দিন শেষে সিএসইতে ৪১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কম।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়