ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২৯ নভেম্বর ২০২১   আপডেট: ১৬:০৯, ২৯ নভেম্বর ২০২১
ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ নভেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে, ডিএসইতে লেনদেন নেমে এসেছে ৭০০ কোটি টাকার ঘরে, যা সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

সোমবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২১.৬১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৯৫.৫১ পয়েন্টে অবস্থান করছে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিল।

ডিএসই-৩০ সূচক ৮.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৬৭.৩৮ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিল।

ডিএসইএস সূচক ১.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩০.৮৭ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.০৩ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিল।

সোমবার ডিএসইতে ৩৭২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত আছে ৪৫টির। দিন শেষে ডিএসইতে ৭০৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের দিনের চেয়ে ১২৫ কোটি টাকা কম এবং গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ২২.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৯৪৯.৮২ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিল। তবে, ২৫ অক্টোবর সিএসইএক্স সূচক ২৩৭ পয়েন্ট কমে।

সার্বিক সিএএসপিআই সূচক ৩৯.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৮৭৭.২৮ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিল।

সিএসআই সূচক ২.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৬.৫৯ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়ে।

সোমবার সিএসইতে ২৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত আছে ২৪টির। এদিন শেষে সিএসইতে ৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কম।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়