ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও আবেদন ১৫ ডিসেম্বর 

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ৩০ নভেম্বর ২০২১  
ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও আবেদন ১৫ ডিসেম্বর 

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য ইউনিয়ন ইন্স্যুরেন্সের প্রাথমিক গ্রণপ্রস্তাবের (আইপিও) আবেদন ১৫ ডিসেম্বর শুরু হবে। যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। 

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৩ জুন ৭৭৯তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। 

ইউনিয়ন ইন্স্যুরেন্সের প্রতিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯০৪টি সাধারণ শেয়ার আইপিরও মাধ্যমে ইস্যু করবে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১৯ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪০ টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় ও আইপিওর খরচ খাতে ব্যয় করা হবে। 

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.৯৩ টাকা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী ছাড়া সম্পদ পুনঃমূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.০২ টাকা। 

ইউনিয়ন ইন্স্যুরেন্সের ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট। 

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ