ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাঙ্গামাটি ফুড কোম্পানির ব্যবসায়িক পরিকল্পনা চেয়েছে বিএসইসি

নুরুজ্জামান তানিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ১৯ জুন ২০২২  
রাঙ্গামাটি ফুড কোম্পানির ব্যবসায়িক পরিকল্পনা চেয়েছে বিএসইসি

পুঁজিবাজারে ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি রাঙ্গামাটি ফুড প্রোডাক্টসের বর্তমান ব্যবসায়িক অবস্থা এবং কর্মপরিকল্পনার তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিতে তাদের ব্যবসায়িক অবস্থার তথ্য পাঠাতে বলা হয়েছে।

সম্প্রতি রাঙ্গামাটি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

এর আগে গত বছরের আগস্টে বেশ কিছু শর্ত পূরণ সাপেক্ষে কোম্পানির উদ্যোক্তা এবং পরিচালকদের শেয়ার স্থানান্তরের অনুমতি দেয় কমিশন। কিন্তু অনুমোদনের পর থেকে, বিএসইসি কোম্পানির কাছ থেকে কোনো বিস্তৃত ব্যবসায়িক পরিকল্পনা বা ডিম্যাট প্রক্রিয়ার অবস্থা এবং শেয়ার স্থানান্তর প্রক্রিয়া সমাপ্ত হওয়ার সর্বশেষ অবস্থা এখনও জানতে পারেনি। এরই ধারাবাহিকতায় কোম্পানির কাছে ব্যবসায়িক অবস্থার তথ্য জানতে চেয়েছে বিএসইসি।

বিএসইসির চিঠিতে উল্লেখ রয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর সেকশন ১১(২) অনুযায়ী কোম্পানির বিশদ ব্যবসায়িক পরিকল্পনাসহ বিভিন্ন তথ্য আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিশনে দাখিল করতে নির্দেশ দেওয়া হলো।

তথ্যগুলোর মধ্যে কোম্পানির বর্তমান কর্মক্ষম অবস্থার তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্র, ডিম্যাট (কাগুজে থেকে ইলেক্ট্রনিক শেয়ারে রূপান্তর) প্রক্রিয়া এবং শেয়ার স্থানান্তর প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার প্রয়োজনীয় কাগজপত্র, বিশদ ব্যবসায়িক পরিকল্পনা এবং তা বাস্তবায়ন পরিকল্পনার প্রাসঙ্গিক তথ্য এবং বিএসইসির কাছে জমা দেওয়া পরিকল্পনা অনুযায়ী রাঙামাটি ফুড প্রোডাক্টসের ক্রেতাদের বিনিয়োগের স্টেটমেন্টর তথ্য চাওয়া হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, রাঙ্গামাটি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের কাছে ব্যবসায়িক পরিকল্পনা চাওয়া হয়েছে। এর আগে কিছু শর্ত সাপেক্ষে কোম্পানির উদ্যোক্তা এবং পরিচালকদের শেয়ার স্থানান্তরের অনুমতি দেয় কমিশন। কিন্তু তারপর থেকে এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে সর্বশেষ অবস্থার কোনো তথ্য জানানো হয়নি। তাই কোম্পানির তথ্যগুলো যাচাই করে দেখতে চায় কমিশন।

প্রসঙ্গত, ২০০১ সালে পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত হয় রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস। এর পরিশোধিত মূলধন ছিল ৩ কোটি টাকা এবং অনুমোদিত মূলধন ছিল ১০ কোটি টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩০ লাখ। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকেদের হাতে ৩৩.৩৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৫.৩৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৫১.২৮ শতাংশ শেয়ার রয়েছে। রোববার সর্বশেষ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রাঙ্গামাটি ফুড প্রোডাক্টসের শেয়ার ১১.১০ টাকায় লেনদেন হয়েছে।

/তানিম/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়