ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবাসন খাতের সবচেয়ে বড় মেলা শুরু আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ২১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১০:৫৪, ২১ ডিসেম্বর ২০২২
আবাসন খাতের সবচেয়ে বড় মেলা শুরু আজ

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ফেয়ার। আবাসন খাতের সবচেয়ে বড় এ মেলাটি চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ মেলার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। 

আরো পড়ুন:

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গেস্ট অব অনার রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা।

রিহ্যাব জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। অন্যবারের মতো এবারও থাকছে দুই ধরনের টিকিট। সিঙ্গেল এন্ট্রির জন্য জনপ্রতি মূল্য ৫০ টাকা, আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ১০০ টাকা।

প্রথম দিন বুধবার ক্রেতা-দর্শনার্থীরা দুপুর ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

মেলায় ১৮০টি স্টল থেকে ক্রেতারা সাধ্যের মধ্যে ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে পারবেন। তিনটি ডায়মন্ড প্যাভিলিয়ন, সাতটি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৬টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবার অংশ নিচ্ছে।

প্রসঙ্গত, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। ঢাকা ছাড়াও চট্টগ্রামে ১৪টি ফেয়ার সম্পন্ন করেছে রিহ্যাব। তারা ২০০৪ সাল থেকে বিদেশেও হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে।

ঢাকা/হাসান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়