ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে বিজিআইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ১৮ মার্চ ২০২৩  
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে বিজিআইসি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৬৪.৫০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়ায় ৫৪.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ১০.৩০ টাকা বা ১৫.৯৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ১৩.৩৭ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ১২.৮৩ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ১১.৯৮ শতাংশ, এপেক্স ফুডসের ১১ শতাংশ, ইনটেকের ১০.৭৩ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৯.৮৫ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৯.৫০ শতাংশ এবং ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্সের ৯.২৯ শতাংশের শেয়ারের দাম কমেছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়