ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ২৪ সেপ্টেম্বর ২০২৩  
জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩৭ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে নিলামের মাধ্যমে এ জমি কেনার সুযোগ পেয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ব্যাংক এশিয়ার প্রগতি সরণি শাখা ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে নিলাম করেছে। এই জমি সোনারগাঁয়ের লোলাটি এলাকায় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিস্কুট অ্যান্ড কনফেকশোনারি ইউনিটের পাশে অবস্থিত।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানিয়েছে, ৩৭ ডেসিমেল জমি কিনতে ৯২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ বাবদ ১৩ লাখ ৪১ হাজার ২৫০ টাকা ব্যয় হবে।  জমি কিনতে মোট ব্যয় হবে ১ কোটি ৫ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ সোনারগাঁও উপজেলায় বিস্কুট অ্যান্ড কনফেকশনারি ইউনিটের পাশে আরও ৩০.৭৫ ডেসিমেল জমি কিনবে। রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ জমি কিনতে কোম্পানিটির মোট ১ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার টাকা ব্যয় হবে।

এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়