ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন ব্যাংকের বন্ডের মুনাফা ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৩:০৯, ৬ ডিসেম্বর ২০২৩
তিন ব্যাংকের বন্ডের মুনাফা ঘোষণা

পারপেচ্যুয়াল বন্ডের মুনাফা ঘোষণা করেছে ৩ ব্যাংক। বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এসব ব্যাংকের বন্ডের মুনাফা ঘোষণা করা হয়।

বুধবার (৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

বন্ডের মুনাফা ঘোষণা করা ব্যাংকগুলো হলো: শাহজালাল ব্যাংক, এবি ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-এআইবিএল।

শাহজালাল ব্যাংকের মুদরাবা পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি ডিসেম্বর, ২৩ সমাপ্ত হিসাববছরের জন্য ইউনিটধারীদেরকে ৮ দশমিক ২২ শতাংশ হারে মুনাফা দেওয়ার ঘোষণা দিয়েছে। বন্ডটির রেকর্ড তারিখ ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

এবি ব্যাংক পারপেচ্যূয়াল বন্ডের ট্রাস্টি ১৩ ডিসেম্বর, ২৩ থেকে ১২ জুন, ২৪ সমাপ্ত অর্ধবার্ষিকী সময়ের জন্য ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেবে।

আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-এআইবিএল মুদরাবা পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি ডিসেম্বর, ২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য ইউনিটধারীদেরকে ৮ দশমিক ২২ শতাংশ হারে মুনাফা দেবে। বন্ডটির মুনাফা বরাদ্দের জন্য রেকর্ড ডেট আগামী ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

/এনএফ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়