ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ৮ ডিসেম্বর ২০২৩  
শেরপুরে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন 

সম্প্রতি রূপালী ব্যাংক লিমিটেড শেরপুর টাউন কর্পোরেট শাখা, শেরপুরে ব্যাংকের  নিজস্ব ব্র্যান্ডের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।

এটিএম বুথ উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও বলেন, আমরা  গ্রাহকদের আরো উন্নত সেবা দেওয়ার জন্য এই এটিএম বুথ চালু করেছি। তিনি ব্যাংকের অটোমেশনকে আরও এগিয়ে নিতে সংশ্লিস্ট সবার প্রতি আহ্বান জানান।

এ সময় ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জিএম ইকবাল হোসেন খাঁ এবং জামালপুর জোনের ডিজিএম মোহাম্মদ মনোয়ার হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বুথের কার্যক্রম চালুর পর গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

/সুমন/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়