প্রিমিয়ার ব্যাংকের নতুন ডিএমডি মোর্শেদ
সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম ওয়ালি উল মোর্শেদ।
প্রিমিয়ার ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি শাহজালাল ইসলামী ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফরেন এক্সচেঞ্জ ব্র্যাঞ্চ হিসেবে কর্মরত ছিলেন।
এস এম ওয়ালি উল মোর্শেদ ১৯৯৯ সালে সিনিয়র অফিসার হিসাবে প্রাইম ব্যাংকে যোগ দেওয়ার মধ্যে দিয়ে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ ২৪ বছরের ব্যাংকিং জীবনে তিনি প্রাইম ব্যাংক, ইউসিবি ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, বিশেষ করে ব্র্যাঞ্চ ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, কোয়ালিটি অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক মিটিগেশন বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মোর্শেদ বিআইবিএম থেকে এমবিএম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে এম.কম ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি এবং সম্মেলনে অংশ নিয়েছেন।
ঢাকা/রফিক