ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খরচ বাড়তে পারে সিগারেট-ফোন-স্বাস্থ্য খাতে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ৬ জুন ২০২৪   আপডেট: ১৩:৩১, ৬ জুন ২০২৪
খরচ বাড়তে পারে সিগারেট-ফোন-স্বাস্থ্য খাতে

জাতীয় সংসদ ভবনে আজ বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট পেশ করবেন। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট চূড়ান্ত করেছে সরকার। বাংলাদেশের ৫৩তম এবারের বাজেটের মূল স্লোগান হচ্ছে- ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। 

আরো পড়ুন:

প্রতি বছর নতুন বাজেট ঘোষণার পর বেশ কিছু পণ্যের দামের পরিবর্তন ঘটে। কিছু পণ্যে শুল্ক ও কর প্রত্যাহারেরর ফলে সাধারণত সেসব পণ্যের দাম কমতে দেখা যায়। আবার কিছু পণ্যে সরকার নতুন করে কর আরোপ করে, ফলে অনেক পণ্যেরই দাম বেড়ে যায়। নতুন করে যতো পণ্যের দাম বাড়তে যাচ্ছে, সে তুলনায় দাম কমবে অল্প কিছু পণ্যের।

সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানো হচ্ছে। এবারের বাজেটে তিন স্তরের সিগারেটে সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে। ফলে সব ধরনের সিগারেটের দাম বাড়বে। খরচ বাড়বে ধুমপায়ীদের। এছাড়া প্রতি ১০ গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য ৪৮ টাকা ও একই পরিমাণ গুলের মূল্য ২৫ টাকা প্রস্তাব করা হয়েছে। যাদের পানের সঙ্গে জর্দা খাওয়ার অভ্যাস আছে তাদের ব্যয়ও বাড়বে।

অন্যদিকে, নিত্যপ্রয়োজনীয় মোবাইল ফোনের সিম ব্যবহারে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ থেকে ২০ শতাংশ করা হতে পারে। এতে সঙ্গত কারণে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়তে পারে। ই-সিম সরবরাহের ক্ষেত্রে মূসক ২০০ টাকার বিপরীতে ৩০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে।

শর্ত সাপেক্ষে বিশেষায়িত হাসপাতাল শুল্কছাড় সুবিধায় ১ শতাংশ শুল্কে মেডিক্যাল যন্ত্র ও সরঞ্জাম আমদানির সুযোগ রয়েছে। বাজেটে ২০০টিরও বেশি মেডিক্যাল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে ৯ শতাংশ বাড়িয়ে ১০ শতাংশ করা হতে পারে। ফলে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয় আরও বাড়তে পারে বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

/এমএ/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়