ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সহিংসতায় পুড়লো হামদর্দের বিক্রয়কেন্দ্র ও অ্যাম্বুলেন্স

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ৩০ জুলাই ২০২৪  
সহিংসতায় পুড়লো হামদর্দের বিক্রয়কেন্দ্র ও অ্যাম্বুলেন্স

কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে দেশব্যাপী চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য ও শিক্ষাসেবার সুপরিচিত শিল্পপ্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের বিক্রয়কেন্দ্র ও অ্যাম্বুলেন্স। গত ২০ জুলাই বিকেল ৫টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত হামদর্দের স্বাস্থ্যসেবা ও বিক্রয়কেন্দ্রটিতে এ ঘটনা ঘটে।

অজ্ঞাত ব্যক্তিদের লাগানো আগুনে বিক্রয়কেন্দ্রের ভেতরে থাকা সকল ওষুধ, ডাক্তার চেম্বার, আসবাবপত্র, অফিসের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস্ ভস্মিভূত হয়ে যায়। এ ঘটনায় প্রাথমিক হিসাবে প্রায় ৫০ লাখ টাকার লোকসান হয়েছে। ইতোমধ্যে বিষয়টি অবহিত করে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এছাড়া, ১৯ জুলাই রাজধানীর অদূরে মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ জেনারেল হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সেও হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অ্যাম্বুলেন্সটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, জরুরি সেবার কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্সটি গাইনি ডাক্তারসহ ঢাকা থেকে গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতালে যাচ্ছিলো। পথিমধ্যে ডাক্তারকে নামিয়ে হামলা করা হয় অ্যাম্বুলেন্সে। এসব সহিংসতার ঘটনায় যথাযথ পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়