ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের মুনাফা বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ৭ আগস্ট ২০২৪  
আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের মুনাফা বিতরণ

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ইউনিটহোল্ডার বা বন্ডহোল্ডারদের মুনাফা বিতরণ করা হয়েছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের এ মুনাফা প্রদান করা হয়।

বুধবার (৭ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বন্ডটির ট্রাস্টি ব্যাংকের মাধ্যমে বন্ডহোল্ডারদের মধ্যে মুনাফা হস্তান্তর সম্পন্ন করেছে। আলোচিত সময়ে বন্ডধারীদের জন্য ৭.৪৪ শতাংশ হারে মুনাফা ঘোষণা করা হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গত ২৫ জুন আহ্বান করা বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষিত মুনাফা বিতরণ সম্পন্ন করা হবে। এ মুনাফা দিতে যোগ্য বন্ডধারী নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছিল ১৬ মে।

ঢাকা/এনটি/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়