ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্রেডিট কার্ডসহ সব ধরনের সুদহার বাড়বে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:৪০, ৪ সেপ্টেম্বর ২০২৪
ক্রেডিট কার্ডসহ সব ধরনের সুদহার বাড়বে

প্রতীকী ছবি

বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সময় লাগবে। ফলে, আরেক দফা নীতি সুদহার বাড়নোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি সেপ্টেম্বরের শেষদিকে নীতি সুদহার বাড়ানোর বিষয়ে ঘোষণা আসতে পারে। নীতি সুদহার বাড়লে ক্রেডিট কার্ডসহ অন্যান্য সুদহারও বেড়ে যাবে।

বুধবার (৪ সেপ্টেম্বর) ব্যাংকার্স সভায় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এমন আভাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৈঠকে থাকা একাধিক ব্যাংকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে ১২০ টাকার বেশি দরে ডলার বিক্রি না করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

রাজনৈতিক অস্থিরতার কারণে গত মাসে মূল্যস্ফীতি বেড়েছে। এ মাসেও যদি বাড়ে, তাহলে চলতি মাসের শেষদিকে মুদ্রানীতির বিষয়ে বৈঠক করে নীতিসুদ হার আরও বাড়ানো হবে। সেক্ষেত্রে ৫০ বেসিস পয়েন্ট বাড়নো হতে পারে। অর্থাৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নীতি সুদহার বাড়াতে থাকবে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এমন সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বৈঠক শেষে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আমাদের মুদ্রাবাজার এখন অনেকটাই স্থিতিশীল। তবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখনো সম্ভব হয়নি। যতদিন মূল্যস্ফীতি বাড়বে, নীতিসুদ হারও বাড়তে থাকবে।

এর আগে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের আমলে ব্যাংকগুলোকে সার্কুলারের বাইরে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছিল, সেগুলো এখন আর কার্যকর থাকবে না। সেক্ষেত্রে ব্যাংকগুলো নিজেদের মতো করে সুদের হার নিয়ে প্রতিযোগিতা করার সুযোগ পাবে। অর্থাৎ মৌখিকভাবে বেঁধে দেওয়া ঋণের সুদহার এখন আর ১৪ শতাংশে আটকে রাখা হবে না। মার্কেট অনুযায়ী ঋণের সুদহার ঠিক হবে। তবে, কেউ যাতে অসুস্থ প্রতিযোগিতা বা অনৈতিকতার আশ্রয় না নেয়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

একই সঙ্গে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময় ক্রেডিট কার্ডের সুদ হার ১৮ শতাংশের বেশি যাতে অতিক্রম না করে, সে বিষয়ে মৌখিক নির্দেশনা ছিল। তা বাতিল করে সাকুর্লার অনুযায়ী সুদহার নির্ধারণ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে নিঃসন্দেহে বাড়বে ক্রেডিট কার্ডের সুদের হার।

এনএফ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়