ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

সাউথইস্ট ব্যাংকের এজিএমের নতুন তারিখ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ৫ সেপ্টেম্বর ২০২৪  
সাউথইস্ট ব্যাংকের এজিএমের নতুন তারিখ ঘোষণা

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। কোম্পানির এজিএম আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তারিখ পরিবর্তন ছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এর আগে গত ২ মে পরিচালনা পর্ষদের বৈঠকে ১২ আগস্ট এজিএম অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একই বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন শেষে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস। এজিএমে অংশ নেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয় ১০ জুন।

/এনটি/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়