ডিএসইতে সূচকের উত্থান, সিএসইতে পতন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে, ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২.৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৪.৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭.৫ পয়েন্ট কমে ২ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৮টি কোম্পানির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত আছে ৫৮টির।
ডিএসইতে এদিন মোট ৭৩৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৪.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭২৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২১.৯৪ পয়েন্ট কমে ১৬ হাজার ১৪০ পয়েন্টে, শরিয়া সূচক ০.৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৩০ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৪৮.৩০ পয়েন্ট কমে ১৩ হাজার ১২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২১১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭২টি কোম্পানির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।
দিন শেষে সিএসইতে ৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এনটি/রফিক