ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সহযোগী প্রতিষ্ঠানে করা বিনিয়োগ সরিয়ে নেবে ইন্ট্রাকো

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২ মার্চ ২০২৫  
সহযোগী প্রতিষ্ঠানে করা বিনিয়োগ সরিয়ে নেবে ইন্ট্রাকো

বিনিয়োগসংক্রান্ত নতুন সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির পরিচালনা পর্ষদ। কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইন্ট্রাকো অটোমোবাইলস লিমিটেড থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।একইসঙ্গে ইন্ট্রাকো অটোমোবাইলস লিমিটেডে করা সব বিনিয়োগ কোম্পানিটি তাদের ভোলা নন-পাইপ গ্যাস লাইন ইউনিটে (আইআরএসপিএলসি) স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

সিএনজি স্টশনের জমির মালিকের সঙ্গে লিজ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এই বাস্তবতায় কোম্পানি মার্চের প্রথম সপ্তাহ থেকে এই সিএনজি স্টেশন আর পরিচালনা করতে চায় না। এই বাস্তবতায় কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে, ইন্ট্রাকো অটোমোবাইলসের বিনিয়োগ ভোলা নন–পাইপ গ্যাসলাইন ইউনিটে সরিয়ে নেওয়া হবে।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, তাদের একটি সাবসিডিয়ারি কোম্পানি ‘ইন্ট্রাকো অটোমোবাইলস লিমিটেড’ এর স্টেশনের জমির মালিকের সাথে তাদের ইজারার মেয়াদ শেষ হয়েছে। কোম্পানিটি চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সিএনজি স্টেশনের কার্যক্রম চালিয়ে যেতে চায় না।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়