ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও করনী নিট কম্পোজিট লিমিটেডের চুক্তি স্বাক্ষর

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ৩ মার্চ ২০২৫   আপডেট: ১০:৩৭, ৩ মার্চ ২০২৫
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও করনী নিট কম্পোজিট লিমিটেডের চুক্তি স্বাক্ষর

আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং করনী নিট কম্পোজিট লিমিটেডের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং করনী নিট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুব উদ্দিন আহমেদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী এবং করনী নিট কম্পোজিটের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মেসবাহুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় করনী নিট কম্পোজিট লিমিটেডের কর্মকর্তারা ব্যাংকের পে-রোল প্রিভিলেজ সার্ভিস এর বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মো. ইদ্রিস আলী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহফুজুল ইসলাম, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গাজী মোস্তাফিজুর রহমান, ও করনী নিট কম্পোজিট লিমিটেডের গ্রুপ সিএফও মো. আলমগীর হোসেন সিকদার, জিএম (এ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ডিজিএম (এ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স) মো. রবিউল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়