ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কড়া নিরাপত্তায় বিএসইসিতে ঢুকলেন চেয়ারম্যান-কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ৬ মার্চ ২০২৫  
কড়া নিরাপত্তায় বিএসইসিতে ঢুকলেন চেয়ারম্যান-কমিশনার

সেনা ও কোস্টগার্ড সদস্যদের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে বৃহস্পতিবার বিকালে কার্যালয়ে প্রবেশ করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশন সদস্যরা। ছবি: রাইজিংবিডি

সেনা ও কোস্টগার্ড সদস্যদের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে কার্যালয়ে প্রবেশ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশন সদস্যরা।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ৩টার দিকে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফারজানা লালারুখ, আলী আকবর ও মহাসিন চৌধুরী বিএসইসিতে প্রবেশ করেন।

আরো পড়ুন:

এর আগে বুধবার কর্মকর্তা-কর্মচারীদের দাবির মুখে চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আইন–শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কার্যালয় ছাড়েন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তিন কমিশনার। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তারা কেউ কার্যালয়ে আসেননি। সে কারণে পঞ্চম তলার কমিশন কার্যালয় একেবারেই ফাঁকা দেখা যায়। 

চেয়ারম্যান ও তিন কমিশনারের কক্ষের সামনের নামফলকগুলো ভাঙা দেখা যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বেলা ৩টার পরে তারা কার্যালয়ে প্রবেশ করেন।

এদিকে পদত্যাগ না করায় পূর্বঘোষণা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার (০৬ মার্চ) সংস্থাটিতে কাজ হচ্ছে না। ফলে বিএসইসিতে এক প্রকার অচল অবস্থা বিরাজ করছে।

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়