ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ২১ মে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১৫ মে ২০২৫   আপডেট: ১৩:৪৩, ১৫ মে ২০২৫
সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ২১ মে

সিএসই লোগো

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়। সমন্বিত সূচকে চারটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে চারটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ২১ মে থেকে কার্যকর হবে।

বুধবার (১৪ মে) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি, সোশিয়াল ইসলামি ব্যাংক পিএলসি এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা সিউটিক্যালস পিএলসি, জেনেক্স ইনফোসিস পিএলসি, ওরিয়ন ফার্মা লিমিটেড এবং সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ।

উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭০.৪৭ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০.৩০ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩১  ডিসেম্বর ২০২৪ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৭০.৯৯ ভাগ।

ঢাকা/এনটি/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়