ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ২৫ মে ২০২৫  
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি স্থগিত

সারা দেশে কর্মবিরতির পাশাপাশি আমদানি-রপ্তানি বন্ধ রাখার কর্মসূচি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

চারটির অধিকাংশ দাবি পূরণে সরকারের আশ্বাস এবং সমঝোতা হওয়ায় কর্মবিরতির কর্মসূচি আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

রবিবার (২৫ মে) সন্ধ্যায় ঐক্য পরিষদের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তবে কী কী সমঝোতা হয়েছে-তা তিনি বিস্তারিত জানাননি।

আরো পড়ুন:

এর আগে বিকেলে এনবিআরের নিচতলায় ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে চারটি দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়। যার মধ্যে ছিল ২৬ মে সারা দেশে কর্মবিরতির পাশাপাশি আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা। তবে ওষুধ ও জীবন রক্ষাকারী পণ্য আমদানি-রপ্তানি এবং আন্তর্জাতিক যাত্রী সেবা এই কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছিল। সরকারের আশ্বাসে এসব কর্মসূচি স্থগিত থাকবে।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (ইআরডি) সম্প্রতি এক অধ্যাদেশের মাধ্যমে দুই ভাগে বিভক্ত করা হয়। যার একটি রাজস্ব নীতি অন্যটি রাজস্ব ব্যবস্থাপনা। এর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কয়েকদিন ধরে নানা কর্মসূচি দিয়ে আসছে। এবার সরকার তাদের দাবির বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়ায় কর্মসূচি স্থগিত করল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

ঢাকা/এনএফ/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়