ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউসিবি ব্যাংকের সেবা বন্ধ থাকবে ৬ দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ২৮ মে ২০২৫  
ইউসিবি ব্যাংকের সেবা বন্ধ থাকবে ৬ দিন

কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সব ধরনের লেনদেনসহ সেবা ৬ দিন বন্ধ থাকবে।

বুধবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

আরো পড়ুন:

এতে বলা হয়েছে, বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে ৯ জুন রাত ১২টা থেকে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ছয় দিন সকল ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের আবেদনে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, ডেবিট কার্ড, এটিএম এন্ড সিআরএম সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, সুইফট ইত্যাদি সাময়িকভাবে বন্ধ থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ সম্মতি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা/এনএফ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়