ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ-চীন বাণিজ্য সম্মেলন আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ১ জুন ২০২৫  
বাংলাদেশ-চীন বাণিজ্য সম্মেলন আজ

ঢাকার আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে চীন-বাংলাদেশ ‘বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন’ হবে আজ। সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ২০০ জনেরও বেশি ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এসেছেন। 

রবিবার (১ জুন) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করছে।

এর আগে গত ২৬ মে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, সম্মেলনে প্রায় ১০০টি চাইনিজ প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন। যার মধ্যে ফরচুন ৫০০ এর অন্তর্ভুক্ত ৬-৭টি প্রতিষ্ঠানের র্শীর্ষ কর্মকর্তারও অংশগ্রহণ করবেন। এছাড়া, চীনের ৪টি চেম্বার অব কমার্সের র্শীর্ষ প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। 

বিডা কর্মকর্তারা জানিয়েছেন, এসব সেশনে তৈরি পোশাক ও টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন খাতের বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

সফরের অংশ হিসেবে আগামীকাল সোমবার চীনা প্রতিনিধিরা বাংলাদেশ-চীন জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে অংশ নেবেন এবং দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। তারা প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। চীনা বিনিয়োগের প্রবাহ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে আশিক চৌধুরী বিডর দায়িত্ব নেওয়ার পর চার দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয় ৭ এপ্রিল। সম্মেলনটি আয়োজন করা হয়েছিল ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

ওই সময় বিনিয়োগ সম্মেলনে আশিক চৌধুরীর প্রেজেন্টশনের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যেখানে তিনি তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেন। উপস্থাপনা শৈলী, যোগ্যতা, বাচনভঙ্গির কারণে প্রশংসিত হন তিনি।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়