ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিজিএমইএর নির্বাচনে পরিচালক পদে জয়ী হলেন যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ১ জুন ২০২৫   আপডেট: ১১:৩৮, ১ জুন ২০২৫
বিজিএমইএর নির্বাচনে পরিচালক পদে জয়ী হলেন যারা

২০২৫-২৭ মেয়াদের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনের ৭৬ জন প্রার্থীর মধ্যে ৩৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এরমধ্যে ফোরাম থেকে নির্বাচিত হয়েছে ৩১ জন আর সম্মিলিত পরিষদ থেকে ৪ জন পরিচালক নির্বাচিত হয়েছে। অপর প্যানেল ঐক্য পরিষদের কেউ নির্বাচিত হতে পারেনি।  

শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিজিএমইএর নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। এর আগে ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ও চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে একযোগে সকাল ৮টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত বিজিএমইএর নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। পরে গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন বোর্ড। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইকবাল। বোর্ডের অপর দুই সদস্য হলেন সৈয়দ আফজাল হোসেন ও আশরাফ আহমেদ।

বিজিএমইএর ঢাকার অঞ্চলের ২৬ পরিচালক পদে নির্বাচিতরা হলেন- মাহমুদ হাসান খান বাবু, তিনি ফোরামের দলনেতা। এছাড়া ফোরাম থেকে নির্বাচিতরা হলেন- শাহ রাঈদ চৌধুরী, মিজানুর রহমান, এম এ রহিম, ফয়সাল সামাদ,  মোহাম্মদ আবদুস সালাম, কাজী মিজানুর রহমান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী, ইনামুল হক খান, মো. হাসিব উদ্দিন, মোহাম্মদ সোহেল, শেখ এইচ এম মোস্তাফিজ, ভিদিয়া অমৃত খান, জোয়াদ্দার মোহাম্মদ হোসনে কামার আলম, এ বি এম শামছুদ্দিন, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, মজুমদার আরিফুর রহমান, ফাহিমা আক্তার, আসেফ কামাল পাশা, রশীদ আহমেদ হোসাইনী, রুমানা রশীদ, সামিহা আজিম এবং রেজওয়ান সেলিম। তারা সবাই ফোরাম প্যানেলের প্রার্থী ছিলেন। অন্যদিকে ঢাকায় সম্মিলিত পরিষদের প্রার্থী ফারুক হাসান পরিচালক নির্বাচিত হয়েছেন।

অপরদিকে চট্টগ্রাম অঞ্চলের ৯ পরিচালক পদে নির্বাচিতরা হলেন- সেলিম রহমান, এম মহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, মো. শরীফ উল্লাহ, মোহাম্মদ রফিক চৌধুরী এবং এনামুল আজিজ চৌধুরী। তারা সবাই ফোরামের প্রার্থী। এছাড়া সম্মিলিত পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৩ জন, তারা হলেন- সৈয়দ মোহাম্মদ তানভীর, এস এম তৈয়ব ও রাকিবুল আলম চৌধুরী।

এবারের নির্বাচনে ভোটার ছিলেন ১ হাজার ৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৫৬১ এবং চট্টগ্রামে ৩০৩ জন ভোটার। তার মধ্যে ৮৭ দশমিক ৫০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

ঢাকা/এনএফ/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়