জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বরাদ্দ ১০০ কোটি টাকা
ফাইল ফটো
জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। এ কারণে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
সোমবার (২ জুন) বিকেলে বিটিভিসহ দেশের সব টেলিভিশনে একযোগে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বায়ু, পানি ও মাটিদূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু প্রশমন ও অভিযোজন কর্মসূচি, স্বাস্থ্য সুরক্ষার প্রভাব বিশ্লেষণ, নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় ইকোসিস্টেম মূল্যায়ন, জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
অর্থ উপদেষ্টা বলেন, এই বাজেটে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডকে কেন্দ্র করেই দেশের অভিযোজনমুখী কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে। এতে যেসব বিষয় বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে—নগর ও গ্রামীণ অঞ্চলে বায়ু ও পানিদূষণ রোধে প্রকল্প গ্রহণ, উপকূলীয় অঞ্চলগুলোতে টেকসই কৃষি ও পানীয়জলের ব্যবস্থা, নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করা, গণমাধ্যম ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং শিশু, নারী ও প্রতিবন্ধীদের জন্য জলবায়ু সুরক্ষার নির্দিষ্ট কর্মসূচি।
ঢাকা/এনএফ/রফিক