ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারি খাতে কর্মদক্ষতা বাড়াতে ২৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ১৪ জুন ২০২৫   আপডেট: ১৮:৫২, ১৪ জুন ২০২৫
সরকারি খাতে কর্মদক্ষতা বাড়াতে ২৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সরকারি খাতে কর্মদক্ষতা বাড়াতে ২৫ কোটি ডলারের (২৫০ মিলিয়ন) ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এতে সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফেরানোসহ স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করছে সংস্থাটি।

শনিবার (১৪ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়াশিংটন ডিসিতে প্রধান কার্যালয়ে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদে এ ঋণ অনুমোদন করা হয়েছে। 

‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি’ প্রকল্পের আওতায় এ ঋণ দেওয়া হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশ সরকারের চলমান সংস্কার উদ্যোগগুলোকে সমর্থন করবে, যাতে তথ্য স্বচ্ছতা, অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সরকারি ক্রয় এবং আর্থিক তদারকি উন্নত করার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সরকারি খাতের কার্যক্রম আধুনিক করা যায়।

প্রকল্পটি পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা জোরদারে কাজ করবে— বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়।

বাংলাদেশে বিশ্বব্যাংকের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেছেন, “এ বিনিয়োগের মাধ্যমে ব্যবসায়িক প্রক্রিয়ার ডিজিটাইজেশনকে কাজে লাগিয়ে স্বচ্ছতা উন্নত করা হবে। এটি দুর্নীতি কমাতে সাহায্য করবে, যা উদীয়মান অর্থনীতিতে সেবাদানকারী সরকারি প্রতিষ্ঠানগুলোকে আধুনিক করতে সহায়তা করবে। এ প্রকল্পটি জনসেবার মান উন্নত করতে সাহায্য করবে এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনসাধারণের আস্থা বাড়াবে।”

তিনি বলেন, “এ প্রকল্পের মাধ্যমে ট্যাক্স ব্যবস্থাপনা আধুনিকীকরণ, ট্যাক্স আদায়ে স্বেচ্ছানুভূতিতে অংশগ্রহণ বাড়ানো এবং রাজস্ব বৃদ্ধির মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। সরকারি ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা ও জবাবদিহিতা বাড়ানো, ই-জিপির দ্বিতীয় প্রজন্ম চালু এবং অডিট ব্যবস্থার ডিজিটাল রূপান্তর প্রকল্পের মূল অংশ।”

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এবং প্রকল্পটির টিম লিডার সুলেমান কুলিবালি বলেছেন, “সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো হচ্ছে, যা দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এ প্রকল্প এবং ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট উভয়ই সরকারকে আর্থিক ব্যবস্থাপনা ও জনপরিষেবা উন্নয়নে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বিত সমর্থন দেবে।”

স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তা করা প্রথম উন্নয়ন অংশীদারদের মধ্যে বিশ্বব্যাংক ছিল। তখন থেকে বিশ্বব্যাংক বাংলাদেশকে ৪৫ বিলিয়ন ডলারেরও বেশি অনুদান এবং সুদমুক্ত ও কম সুদের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাংকের বেশি ঋণ পাওয়া দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ।”

ঢাকা/হাসনাত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়