ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ১৮ জুন ২০২৫  
পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৭৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৮.৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭.২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২০২টি কোম্পানির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত আছে ৮২টির।

আরো পড়ুন:

এদিন ডিএসইতে মোট ৩২৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ১০৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৩.৮২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৬৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৪১ পয়েন্ট কমে ৮৫১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১০.৪৮ পয়েন্ট কমে ১১ হাজার ৩৭৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৪টি কোম্পানির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত আছে ৪২টির।

সিএসইতে ২৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়