সূচক ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য বেড়েছে। এ দিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৫৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.২৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭১টি কোম্পানির, কমেছে ২৫৮টির এবং অপরিবর্তিত আছে ৬৯টির।
এদিন ডিএসইতে মোট ৩০৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ১১০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১.৫৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৭০ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.২৫ পয়েন্ট বেড়ে ৮৫২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৪.৮৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮০টি কোম্পানির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।
সিএসইতে ১১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক