ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুনর্মূল্যায়নে সিভিওর জমির দাম বেড়েছে ৫৬ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২৪ আগস্ট ২০২৫  
পুনর্মূল্যায়নে সিভিওর জমির দাম বেড়েছে ৫৬ কোটি টাকা

পুঁজিবাজারে জ্বলানি ও বিদ‌্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির জমির দাম পুনর্মূল্যায়নের পর ৫৬ কোটি ৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বেড়েছে।

জমি পুনর্মূল্যায়নের পর এ-সংক্রান্ত একটি প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ।

আরো পড়ুন:

রবিবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, পুনর্মূল্যায়নের আগে সিভিও পেট্রোকেমিক্যালের ৯৫ দশমিক ৯০ শতাংশ জমির দাম ছিল ১ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। পুনর্মূল্যায়নের পর এ জমির দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৫৪ লাখ টাকায়।

ফলে জমি পুনর্মূল্যায়নের পর ৫৬ কোটি ৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বেড়েছে। জমি পুনর্মূল্যায়ন করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান আশরাফ উদ্দিন অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়