ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিএমএসএমই ঋণ সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ১৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:২৩, ১৪ অক্টোবর ২০২৫
সিএমএসএমই ঋণ সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদোক্তাদের (সিএমএসএমই) স্বল্পমেয়াদি ঋণ পেতে প্রভিশন কমিয়ে বিশেষ সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ পেতে সহজ হবে। নতুন সুবিধা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ সোমবার এ সংক্রান্ত্র এক নির্দেশনা দিয়েছে।

আরো পড়ুন:

নির্দেশনা অনুযায়ী, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি  উদ্যোক্তাদের  (সিএমএসএমই) স্বল্পমেয়াদি দেওয়া অনশ্রেণিভুক্ত (স্ট্যান্ডার্ড ও এসএমএ) ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে মাত্র ১ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। এছাড়া আগে জারি করা নির্দেশনার অন্য সব প্রযোজ্য নিয়ম আগের মতোই বহাল থাকবে। এতোদিন এসব ঋণের বিপরীতে ৫ শতাংশ প্রভিশন রাখতে হতো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে ব‌্যবসায়ীরা ক্ষুদ্র ও মাঝারি উদোক্তাদের ঋণ পাওয়ার বিষয়টি সহজ করার দাবি জানিয়ে আসছে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে ব্যাংকের ঋণ প্রবাহ বাড়ানো এবং তারল্য নিশ্চিত করা। বিশেষ করে করোনার পর ও অর্থনীতিতে স্বাভাবিক প্রবাহ ফিরে আনার প্রেক্ষাপটে সিএমএসএমই খাতের ঋণ সহজলভ্য করা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ঢাকা/নাজমুল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়