ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে শ্যামপুর সুগার মিলস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২০ ডিসেম্বর ২০২৫  
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে শ্যামপুর সুগার মিলস

দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৪ থেকে ১৮ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে খাদ্য ‍ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২০ ডিসেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০.৭৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২০২.৫০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৬০.৪০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমা তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জিল বাংলার ১৭.৩৭ শতাংশ, এএফসি অ্যাগ্রোর ১৬.৯৫ শতাংশ, খান ব্রাদার্সের ১৬.৬৪ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১৬.০৫ শতাংশ, আরএসআরএম স্টিলের ১৫.৩৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৪.৪৯ শতাংশ, নর্দার্ণ জুটের ১৪.৪১ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১৪.২৯ শতাংশ ও সিভিও পেট্রোর ১৩.৯৩ শতাংশ শেয়ার দর কমেছে।
 

ঢাকা/এনটি/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়