পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। সোমবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। তবে লেনদেন চলাকালে সূচকের উত্থান পতনের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৬টি কোম্পানির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত আছে ৮৫টির।
এদিন, ডিএসইতে মোট ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৫.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৪৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৩.০৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৯০ পয়েন্টে, শরিয়াহ সূচক ৬.৩৫ পয়েন্ট বেড়ে ৮৭৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৮৫.৭৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯২২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৬৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬১টি কোম্পানির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত আছে ৩১টির।
এদিন সিএসইতে ৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/জান্নাত