ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই কোম্পানি কিনবে আলিফ ইন্ডাস্ট্রিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ২৯ ফেব্রুয়ারি ২০২৪  
দুই কোম্পানি কিনবে আলিফ ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন দুইটি কোম্পানি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুইটির মধ্যে রয়েছে অ-তালিকাভুক্ত বস্ত্র খাতের শতভাগ রপ্তানিমুখী ডেনিম প্রস্তুতকারী কোম্পানি ‘রয়্যাল ডেনিম’ এবং ড্রেজিং প্রতিষ্ঠান ‘ডায়মন্ড ড্রেজিং’।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

আরো পড়ুন:

কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ আলিফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আজিমুল ইসলামকে প্রচলিত আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক বিষয়গুলো গুরুত্বসহকারে যথাযথভাবে সম্পন্ন করে কোম্পানি দুটির মালিকানা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে।

এছাড়া পরবর্তী সিদ্ধান্তের জন্য এমডি মো. আজিমুল ইসলামকে ওই কোম্পানি দুটির সম্ভাব্যতা প্রতিবেদনসহ সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র, ক্রয়ের আনুমানিক খরচ এবং অর্থায়নের পদ্ধতি বিস্তারিতভাবে ৩০ কার্যদিবসের মধ্যে বোর্ডের কাছে জমা দিতে বলা হয়েছে।

তবে কোম্পানি দুটি কত টাকায় বা কি চুক্তিতে আলিফ ইন্ডাস্ট্রিজ কিনছে, তা উল্লেখ করা হয়নি।

স্টক এক্সচেঞ্জকে আলিফ ইন্ডাস্ট্রিজ আরও জানায়, রয়্যাল ডেনিম লিমিটেডের প্রতি মাসে ৭ লাখ ৫০ হাজার ইয়ার্ড ডেনিম প্রস্তুতের সক্ষমতা রয়েছে। কারখানাটি কুমিল্লা ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) অবস্থিত।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়