ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

তিন ব্যাংকের ‘মুনাফা’ বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২৪ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:৩২, ২৪ অক্টোবর ২০২৪
তিন ব্যাংকের ‘মুনাফা’ বেড়েছে

তারল্য সংকটে জেরবার কয়েকটি দুর্বল ব্যাংক দুর্দিনের মধ্য দিয়ে গেলেও পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত তিনটি ব্যাংকের অনিরীক্ষিত প্রতিবেদন দেখাচ্ছে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে এসে গত ৯ মাসে তাদের মুনাফা বেড়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এমটিবি, এনআরবি ব্যাংক পিএলসি ও পূবালী ব্যাংক পিএলসি মুনাফায় রয়েছে। প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৯ মাসের প্রান্তিকে কোম্পানি তিনটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, বুধবার (২৩ অক্টোবর) তিন কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আরো পড়ুন:

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৯২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮৪ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৮ টাকা বা ৯.৫২ শতাংশ। 

চলতি হিসাব বছরের ৯ মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.০৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.৯৪ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.১৩ টাকা বা ৬.৭০ শতাংশ। 

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.১৩ টাকা।

এনআরবি ব্যাংক
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে এনআরবির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮৬ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৭৪ টাকা বা ৮৬.০৪ শতাংশ। 

চলতি হিসাব বছরের ৯ মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.২৩ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৫ টাকা বা ২১.৭৪ শতাংশ। 

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৮৩ টাকা।

পূবালী ব্যাংক
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫.৩৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.২৫ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২.১৪ টাকা বা ৬৫.৮৫ শতাংশ। 

চলতি হিসাব বছরের ৯ মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭.৫৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫.৩০ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২.২৮ টাকা বা ৪৩.০২ শতাংশ। 

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮.৪২ টাকা।

ঢাকা/এনটি/আরপি/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়