ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিএসইর নতুন সময়সূচিতে লেনদেনের সিদ্ধান্ত স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২৬ জানুয়ারি ২০২৫  
সিএসইর নতুন সময়সূচিতে লেনদেনের সিদ্ধান্ত স্থগিত

নতুন সময়সূচিতে লেনদেনের সিদ্ধান্ত স্থগিত করেছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

রবিবার (২৬ জানুয়ারি) থেকে সকাল ১০টার পরিবর্তে সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু করার নতুন যে সিদ্ধান্ত নিয়েছিল, তা থেকে আপাতত সরে এসেছে সিএসই।

সিএসইর জনসংযোগ কর্মকর্তা তানিয়া বেগম রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুরোধের প্রেক্ষিতে লেনদেনের এই নতুন সূচি স্থগিত করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২১ জানুয়ারি) সব ট্রেকহোল্ডারকে চিঠি দিয়ে এক্সচেঞ্জটিতে লেনদেনের সময় ৪৫ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। চিঠিতে ট্রেকহোল্ডারদেরকে নতুন সময়সূচি অনুসারে লেনেদেন পরিচালনার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়