ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিএসইতে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর অনুমতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ২৭ মে ২০২৫  
সিএসইতে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর অনুমতি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৭ মে) বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (কমোডিটি ডেরিভেটিভস) প্রবিধানমালা-২০২৫’ অনুমোদন করা হয়। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভায় সভাপতিত্ব করেন।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, এই অনুমোদনের মধ্যে দিয়ে দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো কমোডিটি ডেরিভেটিভস পণ্য লেনদেনের পথ উন্মুক্ত হলো। ফলে, শেয়ার ও বন্ডের পাশাপাশি পুঁজিবাজারে স্বর্ণ, কৃষিপণ্য, শিল্পজাত পণ্য ও অন্যান্য কমোডিটি ডেরিভেটিভস লেনদেনের সুযোগ তৈরি হবে।

এটি দেশের পুঁজিবাজারের ইতিহাসে এক নতুন মাইলফলক বলে মনে করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ, বিনিয়োগকারীদের ঝুঁকি ব্যবস্থাপনা এবং বাজারকে আরো সক্রিয় রাখতে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালু করা হচ্ছে। এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ঢাকা/এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়