বার্জার পেইন্টসের রাইট আবেদন শুরু ১৫ জুলাই
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর জন্য চাঁদা বা আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ কোম্পানির রাইট শেয়ার ইস্যুর জন্য আবেদন গ্রহণ শুরু হবে ১৫ জুলাই। চলবে ৩ আগস্ট পর্যন্ত। এ লক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ জুন।
বৃহস্পতিবার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৭ মে বার্জার পেইন্টসের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি।
বিএসইসি জানিয়েছে, বার্জার পেইন্টস ১০ টাকা অভিহিত মূল্যের ২৭ লাখ ২৮ হাজার ১১১টি সাধারণ শেয়ারের প্রতিটি ১ হাজার ১১০ টাকা মূল্যে (শেয়ার প্রতি ১ হাজার ১০০ টাকা প্রিমিয়ামসহ) ১:১ হারে রাইটস শেয়ার ইস্যু করবে। তবে উদ্যোক্তা, পরিচালক ও ৫ শতাংশ বা তার অধিক শেয়ারধারীগণ রাইটস শেয়ার পরিত্যাগ করার পর মোট ৩০২২৩২১০ টাকা মূলধন সংগ্রহের আবেদন কমিশন অনুমোদন করেছে।
বার্জার পেইন্টস রাইটস শেয়ার ইস্যু থেকে সংগৃহীত অর্থ ন্যাশনাল স্পেশাল ইকোনোমিক জোনে তৃতীয় কারখানা স্থাপন ও রাইট ইস্যু-সংক্রান্ত খরচ মেটানোর জন্য ব্যবহার করবে। এক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস।
ঢাকা/এনটি/রফিক