ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ কার্যদিবসে সূচকের উত্থান, কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ২৯ মে ২০২৫  
শেষ কার্যদিবসে সূচকের উত্থান, কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা পাঁচ কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। তবে, গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে সূচক।

এদিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।

আরো পড়ুন:

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৭ পয়েন্টে।  ডিএসই শরিয়াহ সূচক ৩.২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২১.২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২২২টি কোম্পানির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত আছে ৭৭টির।

এদিন ডিএসইতে মোট ২৪৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২১.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৯৬৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৬.২৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫১ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.০৬ পয়েন্ট কমে ৮৪৬ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫০.২৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৬টি কোম্পানির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।

সিএসইতে ৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়