পুঁজিবাজারে সূচকের উত্থানে সপ্তাহ শুরু
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এখনো গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে সূচক।
এদিনে ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭.৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৪০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২০৩টি কোম্পানির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত আছে ৮৭টির।
এদিন ডিএসইতে মোট ২৩৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৮.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ১৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬৩.৫৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১১৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩.৯২ পয়েন্ট বেড়ে ৮.৪৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৫২.৪৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৮২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৪টি কোম্পানির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।
সিএসইতে ১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/ফিরোজ