পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ জুন) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একই সঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭১৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭.০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৩৬টি কোম্পানির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত আছে ৭৩টির।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫৫.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৬.৭৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২০৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.৫৬ পয়েন্ট বেড়ে ৮৪৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৮৪.২৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৬৩ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৫টি কোম্পানির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।
সিএসইতে ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৩ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক