ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ১৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা্।

মঙ্গলবার আন্দোলনের সমন্বয়ক আবু বকর রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আমাদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের সাথে দেখা করেছি। তিনি অতি দ্রুত আমাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

এর আগে সকালে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

পরীক্ষায় গণহারে ফেল করানোর প্রতিবাদে ও সঠিক সময়ে ফল প্রকাশের দাবিতে তারা সড়ক অবরোধ করেন। এ সময় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, ভালো পরীক্ষা দেওয়া সত্বেও গণহারে ফেল করানো হয়েছে। নতুন নিয়ম কার্যকর করায় ভোগান্তিতে পড়ছেনে তারা।

শিক্ষার্থীরা বলছেন, এভাবে গণহারে ফেল মেনা যায় না। অবিলম্বে এ সমস্যার সমাধান চান তারা।


রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ