ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা: বুয়েট বন্ধে প্রশাসনের সঙ্গে বসছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০২, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা: বুয়েট বন্ধে প্রশাসনের সঙ্গে বসছেন শিক্ষার্থীরা

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য ক্লাসে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

এ বিষয়ে আলোচনার জন‌্য শনিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বুয়েট শিক্ষার্থী জুনায়েদ আহমেদ রাইজিংবিডিকে বলেন, ‘আমরা শুক্রবার বসছিলাম। আজকে আবার বসব। প্রশাসনের সঙ্গে কথা বলব। অধিকাংশ শিক্ষার্থী চাচ্ছে ক্লাস বর্জন করতে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাসে ফিরতে।’

অনেক শিক্ষার্থী ইতিমধ‌্যে বাড়ি চলে গেছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাচ্ছি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হোক। আতঙ্কের মধ্যে থাকা যায় না।’

এ বিষয়ে বুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মিজানুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘শিক্ষার্থীরা এখনো আমাদের লিখিত জানায়নি। তারা আবেদন করলে সে হিসেবে আমরা সিদ্ধান্ত নেব।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ভাবছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরাতো চাইলেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে পারি না। এর জন্য আমাদের একাডেমিক কাউন্সিল আছে। তারা সিদ্ধান্ত নেবেন। তবে আজকে ক্লাসে অনেকেই আসেনি। তারা আমাদের কাছে লিখিত জানালে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

ঢাকা/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ