ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কিক’ সিক্যুয়েলের কাহিনিকার সালমান

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কিক’ সিক্যুয়েলের কাহিনিকার সালমান

সালমান খান

বিনোদন ডেস্ক : অভিনেতা হিসেবে বলিউডে সালমান খানের অবস্থান নতুন করে বলার কিছু নেই। এবার  কাহিনিকার হিসেবে নিজের অবস্থান শক্ত করতে যাচ্ছেন তিনি। কিক সিনেমার সিক্যুয়েল কিক টু এর কাহিনি লিখছেন এ অভিনেতা।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা কিক বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। জনপ্রিয়তার দিক থেকেও বেশ এগিয়ে ছিল সিনেমাটি। সেই দর্শক প্রিয়তার বিষয়টি মাথায় রেখেই অভিনেতা সালমান কিক টু এর কাহিনি লেখার চিন্তা করেছেন। এ নিয়ে কিক সিনেমার পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে কথাও বলেছেন সালমান। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

পরিচালক  সাজিদ নাদিয়াদওয়ালাও সংবাদমাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এর আগে বলিউডের বীর সিনেমার কাহিনি লিখেছিলেন সালমান খান।

 

 


রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৫/মারুফ/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়