ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আশরাফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১৫ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘দ্বিতীয় আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০১৫’এর পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বৃষ্টির কারণে খেলা না হওয়ায় রসায়ন ও ফিন্যান্স বিভাগ যুগ্মভাবে চাম্পিয়ন হয়।

উভয় বিভাগের ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘ক্রীড়াই তারুণ্যের প্রতীক। উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সুস্থ দেহ ও মন থাকা আবশ্যক। আর সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের সবার নিয়মিত শারীরিক ব্যায়াম ও খেলাধুলা করা উচিত। এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় থেকে দেশের নামকরা অরো অনেক ক্রীড়াবিদ বেরিয়ে আসবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া। সভাপতিত্ব করেন ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলী নূর। আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবু মিছির, ক্রীড়া উপ-কমিটির (ক্রিকেট) সদস্য ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. অশোক কুমার সাহা, ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মদ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও টিম ম্যানেজার ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ফিন্যান্স বিভাগের প্রভাষক ও টিম ম্যানেজার শেখ আলমগীর হোসেনসহ অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলায়) ১৮ মে থেকে এ প্রতিযোগিতা হয়। এতে একত্রিশটি বিভাগ নক-আউট পদ্ধতিতে অংশ নেয়। প্রতিযোগিতায় মোট ত্রিশটি নক-আউট খেলা হয়।

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৫/আশরাফুল/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়