ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আমরা দেখতে চাই কার কী তাতে?

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমরা দেখতে চাই কার কী তাতে?

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় স্বজনপ্রীতি ও দুর্নীতিকে কেন্দ্র করে এক ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা।

বুধবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে সচেতন শিক্ষকদের ব্যানারে ‘আমরা দেখতে চাই কার কী তাতে?’ শিরোনামে এই প্রতিবাদ জানান তারা।

প্রতিবাদী ব্যানারে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন ইস্যু তুলে ধরেন। এসময় ব্যানারটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ড. মতিউর রহমান।

ব্যানারে দুই ইউনিটে ফেল করে একজন শিক্ষার্থী অন্য ইউনিটে প্রথম স্থান অধিকার করতেই পারেন, উপাচার্য সেই প্রার্থীর বাসায় কোনো কারণে যেতেই পারেন, উপাচার্যের বাসায় ওই শিক্ষার্থী যাওয়ার বিষয়টি খবরে আসতেই পারে, সংশ্লিষ্ট ইউনিটের সমন্বয়ক সেই প্রার্থীকে দেখে চমকে উঠতেই পারেন, সংশ্লিষ্ট অনুষদের ডিন চরম অস্বচ্ছতার সাথে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতেই পারেন, সংশ্লিষ্ট অনুষদের জ্যেষ্ঠ-অভিজ্ঞ শিক্ষকদের পরীক্ষার কার্যক্রমে যুক্ত না-ই করা হতে পারে, যাদের কোনো অভিজ্ঞতা নেই তাদেরকেই পরীক্ষার মূল দায়িত্ব দেয়া যেতেই পারে, সংশ্লিষ্ট অনুষদের ডিন পদ বিধি লঙ্ঘন করে উপাচার্য নিজেই ধরে রাখতেই পারেন, বিভাগীয় প্রধান হওয়ার উপযুক্ত শিক্ষক থাকার পরও উপাচার্য সমাজবিজ্ঞান বিভাগে ধরে রাখতেই পারেন, প্রথম হওয়া অভিযুক্ত শিক্ষার্থী সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হতেই পারেন, ভর্তির জন্য কাগজপত্র যাচাই করার পূর্বেই অভিযুক্ত প্রার্থীকে ব্যাংকে টাকা জমা দেয়ার সুযোগ করে দিতেই পারেন, সেই প্রার্থীর বোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতেই পারেন বলে উল্লেখ করেন শিক্ষকরা।

এসময় উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল কবির সুমন, সাবেক সভাপতি ড. তুহিন ওয়াদুদ, নীল দলের সাধারণ সম্পাদক আসাদ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সহ-সভাপতি এইচ এম তারিকুল ইসলাম।


বেরোবি/নবাব/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ