ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশের কওমি মাদ্রাসার ক্লাস বন্ধ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৪, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশের কওমি মাদ্রাসার ক্লাস বন্ধ ঘোষণা

করোনাভাইরাস এর কারণে দেশের সকল কওমি মাদ্রাসার ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর শেখদি এলাকায় কওমি মাদ্রাসার সমন্বিত বোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এ ঘোষণা দেয়।

তবে কওমি মাদ্রাসার আবাসিক হোস্টেল বন্ধ করার ব‌্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। কওমি মাদ্রাসার ছাত্ররা বেশির ভাগ আবাসিক হোস্টেলে থেকে পড়াশোনা করে থাকেন।

বোর্ডের কো চেয়ারম‌্যান মাওলানা আব্দুল কুদ্দুস জানান, ‘করোনাভাইরাসের কারণে দেশের সব কওমি মাদ্রাসার ক্লাস বন্ধ থাকবে। তবে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি অব‌্যাহত রাখবে।’

মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে বোর্ডের কর্মকর্তারা বৈঠকে বসেন। এ সংস্থার অন্তর্ভুক্ত ছয় বোর্ডের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।



ঢাকা/নঈমুদ্দীন/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়