ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

উচ্চতর বেতন স্কেল: যা বললেন প্রাথমিকেরা শিক্ষকরা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ১৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
উচ্চতর বেতন স্কেল: যা বললেন প্রাথমিকেরা শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উচ্চতর স্কেলের ঘোষণাকে শিক্ষাখাতের জন‌্য ইতিবাচক বলে মনে করছেন শিক্ষক নেতারা।  বৃহস্পতিবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয় থেকে উচ্চতর গ্রেডের স্কেল প্রজ্ঞাপন জারির পর তারা এই সন্তুষ্টি প্রকাশ করেন।

জানতে চাইলে ‘বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি’র সভাপতি মো. সামছুদ্দিন মাসুদ বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আমরা সন্তুষ্ট।’ তিনি আরও বলেন, ‘সহকারী শিক্ষকদের প্রশিক্ষণবিহীন ১৫ ও প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ গ্রেট থেকে সরাসরি ১৩তম গ্রেট উন্নীত করা হয়েছে।  এরফলে সিনিয়র শিক্ষকদের উচ্চতর গ্রেড না দেওয়ায় অনেকের বেতন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।  উচ্চতর গ্রেড দেওয়া এখন আর কারও বেতন কমবে না।’

তবে, এ শিক্ষক নেতা এও বলেন, ‘অর্থ মন্ত্রণালয় থেকে উচ্চতর গ্রেড ঘোষণা করার পর প্রশিক্ষণ ছাড়া ১৫ গ্রেডের শিক্ষকরা সরাসরি ১৩ গ্রেডের সুবিধা পাবেন, ১৪ গ্রেডের শিক্ষকরাও ১৩ গ্রেডে বেতন পাবেন।  এতে ১৪ গ্রেডে শিক্ষকদের এক ধাপ বেতন স্কেল কমে যাবে।’

এ বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করার দাবি জানিয়ে এই শিক্ষক নেতা বলেন, ‘আমাদের মূল দাবি সহকারী শিক্ষকদের ১১ গ্রেডে উন্নীত করা। ’ দ্রুত এই বিষয়ে নতুন করে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর দাবি জানান এই শিক্ষক নেতা।

ফেনীর উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তানজিমুল ইসলাম বলেন, ‘অনেকদিন এটি ঝামেলার মধ্যে ছিল।  নতুন এই গ্রেড উন্নীত করায় আমরা সন্তুষ্ট।’

জাহাঙ্গীর কবির নামের এক সহকারী শিক্ষক বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগেই ১৩তম গ্রেডের ঘোষণা দিলেও জটিলতা থেকে যায়। অর্থ মন্ত্রণালয়ের নতুন ঘোষণায় আমরা স্বস্তি পেয়েছি।’

এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে।  যদিও এর ফলে শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার দাবি পূরণ হয়নি।  এমনকী ১৩তম গ্রেডে কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন কমানোর অভিযোগও পাওয়া গেছে।

এরই পরিপ্রেক্ষিতে সহকারী শিক্ষকদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ প্রসঙ্গে নতুন বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব হায়াত মো. ফিরোজ স্বাক্ষরিত একটি চিঠি গতকাল বুধবার (১২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নিকট পাঠিয়ে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।   

ইয়ামিন/এনই

আরো পড়ুন  



সর্বশেষ