ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পরিস্থিতি বুঝে যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পরিস্থিতি বুঝে যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: সেতুমন্ত্রী

করোনায় গোটা জাতি যেভাবে ক্ষতির শিকার হয়েছে, তা সরকার হাড়ে হাড়ে উপলব্ধি করছে বলে মন্তব‌্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখন অনেক কিছু খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানও যথাসময়ে খুলে দেওয়া হবে। ’ 

শনিবার (১৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত হন।

সভায় খালেদা জিয়ার জন্মদিন পালনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘গণমাধ্যমে দেখেছি তারা নাকি আজ কেক কাটবে না।  সত্যিই যদি তাদের এই শুভবুদ্ধির উদয় হয়ে থাকে, তবে ধন্যবাদ।’  

তথ্যপ্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেন, ‘হাজার বছরের এই বাংলায় অনেকেই সংগ্রাম করেছেন, যুদ্ধ করছেন। কিন্তু আন্দোলন করে বাঙালির মুক্তি একমাত্র বঙ্গবন্ধুই এনে দিয়েছেন।’  

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘জীবনের প্রতিটি পর্যায়েই অসীম সাহসিকতা দেখিয়েছেন বঙ্গবন্ধু।  সেটা যেমন দেশীয় অন্যায়ের বিরুদ্ধে ছিল, তেমনি ছিল পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধেও। আর এভাবেই তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির মুক্তি এনে দিয়েছিলেন।’ 

অনুষ্ঠানে আরও বক্তব‌্য রাখেন  ইউএস-বাংলা গ্রুপের সিইও লে.  জে. মো. মইনুল ইসলাম (অব.) ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। 

 

/ইয়ামিন/এনই

আরো পড়ুন  



সর্বশেষ