ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ২৫ জানুয়ারি ২০২১   আপডেট: ১৫:৩২, ২৫ জানুয়ারি ২০২১
এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হতে পারে আজ

আসন্ন ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রস্তুত করা সংক্ষিপ্ত সিলেবাস আজ প্রকাশ করা হতে পারে।

সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে সচিবালয়ে আজ (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংক্ষিপ্ত সিলেবাস চূড়ান্ত করা হবে। এরপর সেটি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ জানান, এনসিটিবি এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে সেটি প্রায় চূড়ান্ত। সোমবার এটি পাওয়া যাবে। এটি পাওয়া মাত্রই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ইয়ামিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়